শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক :রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মখদুম হলের বাগান থেকে ফুল চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে এঘটনা ঘটে।
জিজ্ঞাসাবাদে ফুল তোলার বিষয়টি স্বীকার করলেও অভিযুক্তদের দাবি, তারা পূজার জন্য ফুল তুলেছিলেন। হল প্রশাসন বলছেন, তারা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করবেন এবং এর রিপোর্ট বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটিতে পাঠাবেন। শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিবেন।
হলের শিক্ষার্থীরা জানান, শাহ মখদুম হলের বাগানে সূর্যমুখি, ডালিয়া, গাঁদা ফুলসহ প্রায় ১০ প্রজাতির গাছ রয়েছে। শুধু ইনকা গাধার পরিমাণ ১৪শো। প্রত্যেকটি গাছ থেকে গড়ে ৩-৪ টি করে ফুল ছেঁড়া হয়েছে। কোনো কোনো গাছ থেকে ৭টি পর্যন্ত ফুল ছিঁড়েছে। বিষয়টি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে হল প্রাধ্যক্ষ বিষয়টি নিষ্পত্তি করে এবং হলের ৩৪৯ রুম থেকে ফুল উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, হলের ২৩১ নম্বর রুমের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী তপনচন্দ্র রায় ফুল তুলেছিলেন এবং পরে তা নিজে স্বীকার করেছেন। এঘটনার সাথে আরো দু’জন জড়িত রয়েছেন। তারা হলেন- ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কৌশন রায় এবং গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্পণ।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের একজন তপন চন্দ্র রায় বলেন, আমাকে অপবাদ দেয়া হচ্ছে। আমি পূজার জন্য কিছু সংখ্যক ফুল নিয়েছি, বিক্রির উদ্দেশ্যে না।
শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রুহুল আমিন জানান, এই ফুলের গাছগুলো লাগানো হয়েছে ছাত্রদের বিনোদনের জন্য। তারা যাতে হলের বারান্দায় এসে মন ফ্রেশ করতে পারে। এক রাতে এতোগুলো ফুল বস্তায় ভরে চুরি করে নিয়েছে। এখন বলছে, প্রেমতলিতে কোনো এক মন্দিরের জন্য নিয়েছে। এটা আমার কখনোই বিশ্বাস হয় না। তারা কাউকে না বলে ফুল নিয়েছে। আমরা তিন সদস্যের তদন্ত কমিটি করবো। এর রিপোর্ট বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটিতে পাঠাবো। তারা ব্যবস্থা নিবে।