রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার দু’দিনের বিজয় উৎসব সমাপ্ত

আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩, ৯:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে দু’দিনব্যাপী বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে নগরীর লালন শাহ মুক্তমঞ্চে সমাপনীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি মনোয়ারুল ইসলাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার পরিচালক মহসিন আলী ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। সভায় স্বাগত বক্তব্য দেন, রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান মৃধা বিল্লু।

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সহযোগিতায় সমাপনী দিনের উৎসব আয়োজনে সাংস্কৃতিক পর্বে বিপুল সংখ্যক শ্রোতা অংশ নেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ