মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে বিজয় উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরীর লালন শাহ মুক্তমঞ্চে বিজয়ে মাতবো লাল সবুজের মাঠে শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
এসময় শাপলা গ্ৰাম উন্নয়ন সংস্থার সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার, রাজশাহী সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু, বিশিষ্ট নাট্যজন মো. কামারুল্লাহ সরকার, রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি মনোয়ারুল ইসলাম বকুল প্রমুখ।