শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
বহিরাগতদের নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিবকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন বোর্ডের সচিব অধ্যাপক হুমায়ূন কবীর।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানায় এজাহার দেওয়া হলেও মঙ্গলবার (১২ জুন) মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ। মামলায় দুজনকে অভিযুক্ত করা হয়েছে, তারা হলেন, বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম এবং সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা আমিনুল করিম। সম্পর্কে তারা দুই ভাই। জাহিদুর রহিমের বিরুদ্ধে একজন সেবাগ্রহীতার সঙ্গে প্রতারণার মাধ্যমে বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপন, দুর্নীতি, অনিয়মসহ কয়েকটি অভিযোগ রয়েছে।
সচিব অধ্যাপক হুমায়ূন কবীরের দেওয়া এজাহারে বলা হয়েছে, সোমবার দুপুরে জাহিদুর রহিম ও আমিনুল করিম বহিরাগত অন্তত ৩০ জন ব্যক্তিকে নিয়ে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলমের কক্ষে ঢোকেন। তারা জাহিদুর রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগের ব্যাপারে বোর্ডের দেওয়া শাস্তির ব্যাপারে অন্যায় আবদার করেন। একপর্যায়ে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং চেয়ারম্যানের সঙ্গে মারমুখী আচরণ করেন। এ সময় চেয়ারম্যান কক্ষ থেকে বের হয়ে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরবর্তী সময়ে প্রাণ বাঁচাতে চেয়ারম্যান অলীউল আলম সচিব হুমায়ূন কবীরের কক্ষে গিয়ে আশ্রয় নেন।
এ সময় সেখানে সচিব ও চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখা হয় এবং সরকারি কাজে বাধা দেওয়া হয়। এ ঘটনার পর বিকেলেই অভিযুক্ত দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, শনিবার রাতে বোর্ডের সচিব একটি এজাহার দিয়েছেন। মঙ্গলবার রাতে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। এখন অভিযোগের আরও অধিকতর তদন্ত ও আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।