বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
চলতি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় গতকাল বৃহস্পতিবার রাজশাহী শিক্ষাবোর্ডে চার হাজার ২৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া বহিষ্কৃত হয়েছে ৯ জন পরীক্ষার্থী। এ দিন ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামশুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকেলে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর ৮ জেলায় মোট চার হাজার ২৯৫ জন পরীক্ষার্থী ইংরেজি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে নি। এর মধ্যে রাজশাহী জেলার ৮৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৫৯ জন, নাটোরে ৪৯৫ জন, নওগাঁয় ৭০৬ জন, পাবনায় ৫৪২ জন, সিরাজগঞ্জে ৫৮২ জন, বগুড়ায় ৫২৮ জন এবং জয়পুরহাটে ৯৪ জন। আর বহিষ্কৃত ৯ পরীক্ষার্থীর সবার বাড়ি সিরাজগঞ্জে। রাজশাহী শিক্ষাবোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৩০ হাজার ৪৪৭ জন। পরীক্ষা নেয়া হচ্ছে মোট ২৩৩টি কেন্দ্রে।