রাজশাহী বোর্ডে এবারো এগিয়ে মেয়েরা

আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৬, ১২:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী শিক্ষাবোর্ডে গতবারের মতো এবারো পাস ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। চলতি বছর এ বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৩২ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে দুই লাখ ২৬ হাজার ৮৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে মেয়ে পাস করেছে এক লাখ ১৫ হাজার ৮৬ জন ও ছেলে পাস করেছে এক লাখ ১১ হাজার ৮০৬ জন। পাসের হারে মেয়েরা ৯৭ দশমিক ৯২ ভাগ ও ছেলেরা ৯৭ দশমিক ৪৩ ভাগ।
২০১৫ সালে রাজশাহীতে পাসের হার ছিলো ৯৭ দশমিক ৪৭ ভাগ। এর মধ্যে মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ। অন্যদিকে ছেলেদের পাসের হার ছিলো ৯৭ দশমকি ৩৫ ভাগ। জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে মেয়েরা। এবারে মোট জিপিএ-৫ প্রাপ্তি ৪০ হাজার ৪৭১ জন। এর মধ্যে মেয়েরা পেয়েছে ২১ হাজার ৮৭৬ জন ও ছেলে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৫৯৫ জন।