বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী শিক্ষাবোর্ডে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার (এইচএসসি) পরীক্ষার্থী কমেছে। গেল বছরের (২০২৪) সালের তুলনায় এবছর এইচএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৯৩২ জন। এবছর এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৬ জুন থেকে।
জানা গেছে, গেল বছর (২০২৪) রাজশাহী শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৭ হাজার ১৮৪ জন। এবছর ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন। এরমধ্যে ৬৮ হাজার ছাত্র ও ছাত্রী ৬৪ হাজার রয়েছে।
এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, প্রতিবছর তো পরীক্ষার্থী এক থাকে না। কোন বছর বাড়ে, আবার কোন বছর কমে। শিক্ষাবোর্ডের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।