রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক ও সমমান স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় গতকাল সোমবার রাজশাহী শিক্ষাবোর্ডের ৪৩১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় নি। এ ছাড়া পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষাবোর্ডের মোট ২৩২টি কেন্দ্রে এ দিন ভূগোল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী শিক্ষাবোর্ডের আওতায় বিভাগের ৮ জেলায় এবার ভূগোল বিষয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৭ হাজার ৪২৭ জন। তবে পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৭৬ হাজার ৯৯৬ জন।
অনুপস্থিত ৪৩১ পরীক্ষার্থীর মধ্যে ৫৬ জন রাজশাহীর, ১৬৩ জন চাঁপাইনবাবগঞ্জের, ৩৭ জন নাটোরের, ৫০ জন নওগাঁর, ৩২ জন পাবনার, ৩৮ জন সিরাজগঞ্জের, ৫০ জন বগুড়ার ও ৫ জন বগুড়া জেলার।
আর বহিস্কার তিন পরীক্ষার্থীর সবাই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার। তারা হলো, উপজেলার চরবেড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র রবিউল ইসলাম, অনুখা পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের ছাত্র আশিক মামুন ও মানিকদিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র খায়রুল ইসলাম।