রাজশাহী মহিলা কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৯:০৮ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)-১৪৪৬ হিজরী পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্্যাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।



পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে থেকে একাদশ মানবিক শাখার মাহজাবিন এবং স্নাতক শ্রেণির উদ্ভিদবিদ্যা বিভাগের কানিজ ফারিহা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী সম্পর্কে আলোচনা উপস্থাপন করে। আলোচনা সভার মূল আলোচক ড. মোঃ কাউসার হুসাইন, সহকারী অধ্যাপক, রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল এন্ড কলেজ, রাজশাহী বিশ^নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নানান গুরুত্বপূর্ণ বিষয় এবং তাঁর জীবনের চারিত্রিক, ধর্মীয়, নৈতিক, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক সর্বপোরি রাষ্ট্রীয় আদর্শ ও শিক্ষা সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজ-এর উপাধ্যক্ষ প্রফেসর জেসমিন আকতার, এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতি তাঁর বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ^নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর উত্তম চরিত্র, প্রশাসনিক দক্ষতা, মানবিক গুনাবলী থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের উত্তম চরিত্র গঠন এবং নিজ দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট হওয়ার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন এবং সবাইকে আদর্শ জীবন গঠনের জন্য আহ্বান জানান। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।