রাজশাহী মুক্ত দিবস পালিত

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


নগরীতে রাজশাহী মুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজনে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ-সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার পরিচালনায় আলোচনা রাখেন, সেক্টর কমান্ডার ফোরাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু, স্মৃতি পরিষদের যুগ্ম সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক ডা. রোকনুজ্জামান রিপন প্রমুখ।

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ: রাজশাহী জেলা শাখার ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রগতি ফলক উন্মোচন ও রাজশাহী মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল চারটায় নগরীর মুন্নজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার সদস্য আব্দুল লতিফ চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিনের সঞ্চালনা সভায় অধ্যাপক জাকির, অধ্যাপক অসিত সাহা, লেখক তামিম শিরাজী, লেখক সাংবাদিক লায়ন আবরার হোসেন তুহিন, কবি রবিউল ইসলাম সানী, কবি আবু তালেব মোল্লাহ প্রমুখ।

সভায় সংশ্লিষ্টরা একযোগে প্রগতির ফলক উন্মোচন করেন। বক্তারা রাজশাহী মুক্ত দিবস উপলক্ষে আলোচনায় রাজশাহীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ