বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে দৈনিক সোনালী সংবাদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু।
মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রেসক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুদ, কোষাধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর, সদস্য তানজিমুল হক ও মামুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।
সভায় ঐতিহ্যবাহী মেট্রোপলিটন প্রেসক্লাবকে গতিশীল করার কক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। এলক্ষে ক্লাবের সদস্য কাজী শাহেদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট সদস্য সংগ্রহ যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্য হলেন; আসাদুজ্জামান আসাদ ও সেলিম জাহাঙ্গীর।
সভার সিদ্ধান্ত মতে আগামী ২১ জানুয়ারি থেকে প্রেসক্লাবের ২০০ টাকা মূল্যমানের নির্দ্ধারিত ফরমে আবেদনকারিরা নতুন সদস্যের জন্য আবেদন করতে পারবেন। আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫। আবেদনকারিরা সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পী এ্যাড: নূর প্লাজা (২য় তলা) পূবালী ব্যাংকের সামনের গলি, নিউ মার্কেট রাজশাহী হতে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
পরে প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ মেট্রোপলিটন প্রেসক্লাবের নতুন অস্থায়ী কার্যালয় আল হেলাল সুপার মার্কেট (২য় তলা) গনকপাড়া, ঘোড়ামারা রাজশাহী অফিস পরিদর্শন করেন।