রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয় উপাচার্যের পদত্যাগ

আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের (রামেবি) উপাচার্য (ভিসি) ডা. এ জেড এম মোস্তাক হোসেন পদত্যাগ করেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে অবশ্য ডা. এ জেড এম মোস্তাক হোসেনের সঙ্গে কথা বলা যায়নি।



রামেবির জনসংযোগ কর্মকর্তা ও সেকশন অফিসার জামাল উদ্দীন মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপাচার্য ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। এখন মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে ২০২১ সালের ২৭ মে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেনকে চার বছরের জন্য রামেবির ভিসি নিয়োগ দেয় সরকার। ছাত্রজীবনে তিনি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের রাজনীতি করেছেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অফিসে অনুপস্থিত ছিলেন ডা. এ জেড এম মোস্তাক হোসেন। মাঝে মাঝেই রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাকে পদত্যাগ করাতে তার দপ্তরে যাচ্ছিলেন। রোববারও অফিসে গিয়ে তাকে না পেয়ে শিক্ষার্থীরা ফিরে আসেন। পরে এ দিনই তিনি ঢাকায় বসে নিজের পদত্যাগপত্রে সই করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ