সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:রাজশাহী সরকারি মহিলা কলেজের উদ্যোগে যথাযথ উৎসাহ ও উদ্দীপনায় ‘বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান/১৪৩১ উদ্যাপন’ উপলক্ষে রোববার (১৪ এপ্রিল) সকাল ৯:৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, উপস্থিত ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা। উক্ত অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা/কর্মচারি এবং সকল শিক্ষার্থী ও সহশিক্ষা বিএনসিসি, রোভার, রেডক্রিসেন্ট, রেঞ্জারের ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।
সভাপতি ও অন্যান্য বক্তাদের বক্তব্যের মাধ্যমে বাঙালির সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যে’র বিষয়টি ফুটে ওঠে। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে প্রত্যয় গ্রহণ করা হয়।