সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জানুয়ারি) রাজশাহী সরকারি মহিলা কলেজের সকল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘তারুণ্য মেলা-২০২৫’ উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জেসমিন আকতার, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, তারুণ্য উৎসব কমিটির সম্মানিত আহ্বায়ক, তৌরেজ হোসেন, কলেজের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।
মেলায় সর্বমোট ২২টি স্টলে স্থানীয় ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি প্রদর্শন করা হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতিতে ব্যাপক উৎসবমূখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হয় এবং মেলা চলাকালীন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মেলাটি আগামী ১৫ জানুয়ারি ২০২৫ খ্রি. পর্যন্ত সকাল ০৯টা হতে দুপুর ০২ টা পর্যন্ত চলমান থাকবে। অধ্যক্ষ প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং মেলার সার্বিক সাফল্য কামনা করেন।