রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-তে বিএনসিসি ক্যাডেটদের র্যাংক ব্যাচ প্রদান করা হয়। এক অনুষ্ঠানের মাধ্যমে র্যাংক ব্যাচ পরিয়ে দেন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। কলেজের বিএনসিসি ইউনিটের র্যাংকধারী ক্যাডেটরা হলেন, শাপলা খাতুন (২১৩১০৬০১), সাদিয়া সুলতানা (২২৩১০৬০২), তাসফিয়া জান্নাত (২২৩১০৬০৩) ও মর্জিনা খাতুন (২২৩১০৬০৫)।
এদের মধ্যে মোসাঃ শাপলা খাতুন ল্যান্স কর্পোরাল থেকে কর্পোরাল পদে এবং অন্যান্যরা ক্যাডেট হতে ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লাসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, বিএনসিসি প্লাটুন কমান্ডার চম্পা খাতুন। আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিটের শিক্ষার্থীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।