রাজশাহী সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন

আপডেট: মার্চ ১৭, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে যথাযথ উৎসাহ ও উদ্দীপনায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদ্যাপন’ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রোববার (১৭ মার্চ) সকাল ০৯:১৫ টায় বঙ্গবন্ধুর জন্মদিনের আনন্দ র‌্যালি রাজশাহী সরকারি মহিলা কলেজের সূবর্ণজয়ন্তী স্মৃতি চত্বর থেকে রাজশাহী সরকারি মহিলা কলেজের শহিদ মিনার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

অতঃপর দেয়ালিকার মোড়ক উম্মোচন শেষে কলেজ মিলনায়তনে জাতীয় সঙ্গীত পরিবেশন, প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সভাপতির দায়িত্বপালন করেন  রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন  কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা। উপস্থিত ছিলেন বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণার এক অফুরন্ত আধার। আজকের যারা শিশু বঙ্গবন্ধুর সংগ্রামী ও ত্যাগী জীবনের আদর্শ ও চেতনাকে লালন করে তারা আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

পরিশেষে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা ও দোয়া মাহ্ফিলের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ