রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

আপডেট: জানুয়ারি ৫, ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নির্বাচন-২০২৪ এর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য নয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০৫ জানুয়ারি) বিকাল ৪টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার মুস্তাফিজুর রহমান খান ও সদস্য বদরুল হাসান লিটন এবং মোমিনুল ইসলাম বাবু।

বৈধ প্রার্থীরা হলেন, সভাপতি পদেও প্রার্থী রফিকুল ইসলাম ও রাজু আহমেদ; সাধারণ সম্পাদক পদের প্রার্থী সাইফুর রহমান রকি ও হাবিবুর রহমান (সৌরভ হাবিব), সহসভাপতি পদের প্রার্থী তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক পদের প্রার্থী মো. রিমন আলী, কোষাধ্যক্ষ পদের প্রার্থী সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক পদের প্রার্থী আফরোজা খান হেলেন ও নির্বাহী সদস্য পদের প্রার্থী আজাহার উদ্দিন।

যে দুজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা হলেন- যুগ্ম সম্পাদক পদের প্রার্থী এনায়েত করিম ও দপ্তর সম্পাদক পদের প্রার্থী আমজাদ হোসেন শিমুল। ভোটার তালিকার সঙ্গে আমজাদ হোসেন শিমুলের মনোনয়নপত্রে থাকা প্রতিষ্ঠানের নামের মিল না থাকায় মনোনয়নপত্রটি বাতিল করেছে নির্বাচন কমিশন। আমজাদ হোসেন শিমুল যুগ্ম সম্পাদক পদের প্রার্থী এনায়েত করিমের সমর্থক ছিলেন। এই মনোনয়নপত্রেও ভোটার তালিকার সঙ্গে আমজাদ হোসেন শিমুলের প্রতিষ্ঠানের মিল পাওয়া যায়নি। তাই এনায়েত করিমের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

ত্রিবার্ষিক এই নির্বাচনে এখন শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদেই একাধিক প্রার্থী থাকলেন। অন্যপদগুলোতে একজন করে প্রার্থী থাকলেন। বৈধ প্রার্থীরা শনিবার (০৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ করা হবে আগামী ১৩ জানুয়ারি। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর কাদিরগঞ্জে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়েই ভোট গ্রহণ করা হবে। এরপর ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ