রাজশাহী সাধারণ গ্রন্থাগারের কমিটি গঠন

আপডেট: জুন ১৫, ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী সাধারণ গ্রন্থাগারের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। পদাধিকার বলে কমিটির সভাপতি হয়েছেন জেলা প্রশাসক। গঠনতন্ত্রের ধারা ১৮ এর ১ এর ঙ অনুযায়ী এই কমিটি করা হয়েছে।
বুধবার (৪ জুন) জেলা প্রশাসক আফিয়া আখতার স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন করা হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলা। এই কমিটিতে সহ-সভাপতি হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কোষাধাক্ষ্য হয়েছেন অধ্যক্ষ ডা. আনিসুর রহমান। এছাড়াও সদস্য হয়েছে মনিরুজ্জামান উজ্জল, মশিউর রহমান, নজরুল ইসলাম।
এর আগে গেল মে মাসের ১৯ তারিখে “রাজশাহী সাধারণ গ্রন্থাগার ‘জ্ঞানের বাতিঘর’ প্রাণ ফিরবে কবে?” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছিল। এরপর এই কমিটি গঠন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ