শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর আদায় শাখার অফিস সহকারী মো. মাহমুদ হাসান এবং অফিস সহায়ক এস.এম উজির আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) রাজশাহী সিটি কর্পোরেশনের কর আদায় শাখা আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মো. নিযাম উল আযীম। সংবাদ বিজ্ঞপ্তি।
রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মো. মোবারক হোসনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জানে আলম খান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান কর নির্ধারক মুঞ্জুরুল আলম, ট্যাক্সেশন কর্মকর্তা কর ইমতিয়াজ আহমেদ শিমুল, অফিস সহকারী জাকির হোসেন। অনুষ্ঠানে অফিস সহকারী মো. মাহমুদ হাসান ও অফিস সহায়ক এসএম উজির আলীকে শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন খোকন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মহিউদ্দিন আহমেদ, ট্যাক্সেশন কর্মকর্তা (বাজার) আবুল বাশার মো. তাজউদ্দিন, মোঃ সেকেন্দার আলী, মোজাফফর হোসেন, রাজস্ব বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।