রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকার মাঝে ৭ দফা নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বেলুন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়া ।
রোববার (৩১ ডিসেম্বর) নগরীর নানকিং দরবার হলে বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ডালিয়া তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে ডালিয়া বলেন, আমি প্রথমেই আমার নির্বাচনী এলাকার মানুষদের শিক্ষার দিকে গুরুত্ব দিব।আমি কাজ করবো শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও চিকিৎসা,রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট ও বিদ্যুৎ,কৃষি, হাট বাজার,মুক্তিযোদ্ধা ও ঐতিহ্য এবং মানব সম্পদ ও সামাজিক সুরক্ষা নিয়ে।
তিনি আরও বলেন, স্বাক্ষরতার হার ১০০% এ উন্নতি করে গোদাগাড়ী তানোরকে শতভাগ শিক্ষিত ঘোষণা করবো, কর্মমুখী শিক্ষায় জোর দিয়ে দুই উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ব্যবস্থা করবো।গরীব, দু:স্থ, মেধাবী শিক্ষার্থীদের সরকারি সাহায্যের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আরশাদ আলী শিক্ষা বৃত্তির ব্যবস্থা করবো। নির্বাচনী এলাকার মানুষদের ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সরকারী বেসরকারী উদ্যোগে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করবো।
তানোর-গোদাগাড়ী চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে পিছিয়ে জানিয়ে ডালিয়া বলেন, নির্বাচনী এলাকায় আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ ও একটি উন্নত নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবো পাশাপাশি প্রয়জনীয় সংখ্যক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবো।
তিনি আরও বলেন,আমার নির্বাচনী এলাকা কৃষি নির্ভর আমি কৃষকদের জীবন মান উন্নয়ন ও কৃষকদের জন্য ব্যাংক ঋণ সহজ করবো। পাশপাশি আদিবাসী সম্প্রদায়ের সকল মানুষের সম অধিকার প্রতিষ্ঠা করবো।
মুক্তিযোদ্ধাদের সকল ধরনের প্রাপ্য সুযোগ নিশ্চিত করবো জানিয়ে ডালিয়া বলেছেন, আমাকে তানোর গোদাগাড়ীর মানুষ ভালোবাসে আমিও তাদের ভালোবাসি আমি সবসময় তাদের পাশে আছি তারাও আমাকে ভোট দিয়ে জয়ী করবে ।
মাদক নির্মূলে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতা নিয়ে গোদাগাড়ী-তানোরে কাজ করার প্রতিশ্রুতি দেন। সেই সাথে যুবসমাজকে মাদক থেকে রক্ষা করার জন্য তার নির্বাচনী আসনে খেলাধুলার আয়োজন করার পাশাপাশি ক্লাবগুলোকে চাঙ্গা করার প্রত্যায় ব্যক্ত করলেন। এছাড়া দ্রব্যমূল্যে সহনীয় রাখতে তিনি ভূমিকা রাখবেন।