বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি:
রাজশাহী -১ ( তানোর-গোদাগাড়ী) আসনে আলোচনার শীর্ষে অবস্থান করছেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য গোলাম রাব্বানী। কাক ডাকা ভোর থেকে রাব্বানী ভোটারদের দ্বারেদ্বারে গিয়ে কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা করছেন। রাব্বানী শনিবার (২৩ ডিসেম্বর) সকালে গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়ন ইউপির দরগা এলাকাসহ বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করেন কাঁচি প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানী। বিকেলের দিকে বাসুদেবপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা করেন রাব্বানী।
এদিকে কাঁচি প্রতীকের প্রার্থীর পক্ষে সাবেক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তানোর থানা মোড়ে নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন জায়গায় নির্বাচনী কমিটি গঠন করেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্তে কাঁচি প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন সাবেক যুবলীগ নেতা কাঁচি প্রতীকের প্রার্থীর ছোট ভাই শরিফুল ইসলাম। একই দিন তানোর পৌর এলাকার বিভিন্ন স্থানে কাঁচি প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো, সাবেক যুবলীগ নেতা বাচ্চু মোল্লা, সাবেক ছাত্র লীগ নেতা সোহেল রানা, মৃদুল কুমার ঘোষ।
বৃহস্পতিবার দুপুরের পরে বিএনএমের নোঙ্গর প্রতীকের প্রার্থী শামসুজ্জোহা বাবু তানোর পৌর সদরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
ভোটারেরা বলছেন, ভোট কেন্দ্রে যাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু গোলাম রাব্বানীর জন্য ভোট কেন্দ্রে যেতে হবে। কারন তিনি তৃনমুল জনগণের নেতা, তার কাছে গিয়ে সব রকম কথাবার্তা বলা যায়। তারমত ব্যক্তি যখন ভোটের মাঠে রয়েছেন অবশ্যই কেন্দ্রে গিয়ে ভোট দিব।
কাঁচি প্রতীকের প্রার্থীর আস্থাভাজন সাবেক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, গোলাম রাব্বানীকে ভোটের মাঠে না আসার জন্য নানা ধরনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তানোর গোদাগাড়ী ভোটারদের দোয়ায় ও মহান আল্লাহর ইচ্ছায় রাব্বানী ভোটের মাঠে আছেন। আমরা কখনো ভাবিনি ভোটারদের মনে এত পরিমাণ স্থান করে নিয়েছেন রাব্বানী। শুধু তানোরে না গোদাগাড়ীতেও ব্যাপক জনপ্রিয় তা রাব্বানীর। আশা করছি আগামী ৭ তারিখে কাঁচি প্রতীক বিপুল ভোটে বিজয় লাভ করবে ইনশআল্লাহ।
কাঁচি প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানী এক প্রতিক্রিয়ায় বলেন, মহান আল্লাহর ইচ্ছায় আদালতের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়েছি। ভোটারদের মাঝে যে রকম সাড়া দেখছি, তাতে করে বিজয়ী হব ইনশআল্লাহ। তিনি আরো বলেন, আমি প্রার্থীতা ফিরে না পেলে হয় তো ভোটারেরা কেন্দ্র যেত কিনা সন্দেহ ছিল। কিন্তু ভোটারদের সাব কথা আপনার জন্যই ভোট কেন্দ্রে যাব।