শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে প্রতিক পেয়েই প্রচারণায় নেমে পড়েছে প্রার্থীরা। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রিটানিং অফিসার শামীম আহমেদ ৮জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেন। আর প্রতিক পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত প্রার্থী (নোঙ্গর প্রতিক) শামসুজ্জােহা বাবু নির্বাচনী এলাকা গোদাগাড়ী ও তানোর উপজেলায় পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে।
সংসদ সদস্য প্রার্থী শামসুজ্জোহা ভোটাদের মাঝে নোঙ্গর প্রতিকে ভোট চাইছেন। এছাড়াও মাইকের মাধ্যমে তার প্রচার প্রচারণা চলছে। বিকাল ৩টায় গোদাগাড়ী উপজেলা সদর ডাইংপাড়া ফিরোজ চত্বরে পথসভা করে নৌকার প্রতিকের ভোট চেয়ে প্রচার প্রচারণা শুরু করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী এমপি। আওয়ামীলীগের স্বতন্ত্র মাহিয়া মাহি ট্রাক প্রতিকে ভোট চেয়ে প্রচার প্রচারণা শুরু করেছে।রাজশাহী-১ আসনে অন্য প্রার্থীরা স্বতন্ত্র প্রাথী গোলাম রাব্বনী(কাচি প্রতিক),জাতীয় পাটি(এরশাদ) শামসুদ্দীন মন্ডল(নাঙ্গল প্রতিক),তূণমূল বিএনপির জামাল খান(সোনালী আশ),বিএনএফ এর আলসাআদ(টেলিভিশন),এনপিপির নুরুন্নেশা(আম),সাংষকৃতি মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি)।