রাজশাহী-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আখতারুজ্জামান

আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ১১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান প্রার্থীতা ফিরে পেয়ে নির্বাচনি মাঠে ফিরেছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সুপ্রিমকোর্ট তার প্রার্থিতা ফিরে পেতে ও প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। এই আসনে তিনি প্রার্থিতা ফিরে পাওয়ায় বদলে গেছে নির্বাচনি সমীকরণ।

জানা যায়, এই আসন থেকে ভোটের মাঠে আগে থেকেই আছেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী, স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন মন্ডল, এনপিপির নুরুন্নেসা, বিএনএমের প্রার্থী শামসুজ্জোহা বাবু, তৃণমূল বিএনপির জামাল খান দুদু, বিএনএফের আল-সাআদ ও মুক্তিজোটের বশির আহমেদ। আখতারুজ্জামান প্রার্থিতা ফিরে পাওয়ায় শক্ত প্রতিদ্বন্দ্বী আরও একজন বাড়লো।

ভোটাররা ধারণা করছেন এই আসনে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে তিন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী, আখতারুজ্জামান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির।

প্রার্থিতা ফিরে পেয়ে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান জানান, গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট আমার প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখে। পরে আমি বাংলাদেশ সুপ্রিমকোর্টে পুনরায় আপিল আবেদন করি। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্টের চেম্বার জজ আদালদের বিচারপতি এনায়েতুর রহিমের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারপতি এনায়েতুল রহিম বাংলাদেশ হাইকোর্ট, ইসি ও রিটানিং অফিসারের দেওয়া আদেশ বাতলি করে প্রার্থীতা ফিরে দেওয়ার আদেশ প্রদান করে প্রতীক বরাদ্দের জন্য রিটানিং অফিসারকে নিদের্শ প্রদান করেছেন।

তিনি আরো বলেন, আদেশের কপি হাতে পাবার পর রিটানিং অফিসারের কাছে গিয়ে প্রতীক নিয়ে মাঠে নির্বাচনী প্রচারণা শুরু করবো।
সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে এই আ’লীগ নেতার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আইনগত আর কোন বাধা রইলনা।
এদিকে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান প্রার্থীতা ফিরে পাবার পর তার অনুসারিরা তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ