রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে প্রার্থী নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৯ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সুরা ও কর্মপরিষদের এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চলের অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম এই আসনের প্রার্থী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এর নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর আমীর ড. মো. কেরামত আলীসহ রাজশাহী জেলা ও মহানগরের সুরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে পবা উপজেলা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠন হয় রাজশাহী-৩ আসন। এই নতুন আসনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন মেরাজ উদ্দিন মোল্লা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে পবা উপজেলা ছিল রাজশাহী সদর-২ বোয়ালিয়া আসনের অন্তর্ভুক্ত এবং মোহনপুর উপজেলা ছিল রাজশাহী-৪ বাগমারা আসনের অন্তর্ভুক্ত। বর্তমানে এই আসনের ভোটারসংখ্যা ৪ লাখের ওপরে। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৪৭৬ এবং পুরুষ ভোটারসংখ্যা দুই লাখ ১৫৭। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার ৩জন।