রাজশাহী-৪ আসনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে ইসির মামলা

আপডেট: জানুয়ারি ৫, ২০২৪, ৯:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী-৪ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মামলাটি করা হয়েছে।

সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে উঠেন আবুল কালাম আজাদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া এনামুল হক এমপি এবং তার কর্মী-সমর্থকের ওপর হামলা, মারপিট, নির্যাতন, নির্বাচনি অফিস ভাঙচুর, আগুন দিয়ে পুড়িয়ে দেয়া, পোস্টার ছিঁড়ে ফেলা, পোস্টার লাগাতে বাধা দেয়া ও হুমকি-ধমকিসহ বাড়িঘরে হামলার ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একাধিক অভিযোগ জমা পড়ে।

সেই অভিযোগের তদন্ত শেষে আবুল কালাম আজাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে সুপারিশ করা হয়েছিল। গত সোমবার নির্বাচন কমিশনের সচিবের কাছে বাগমারা আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা রুবিনা পারভীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনের সচিবের কাছে আলাদা দুটি প্রতিবেদনে সুপারিশ করেছিলেন।
ইসির পক্ষ হতে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ