শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
দুর্গাপুর প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার নাম ঘোষণা করা পরপরই দুর্গাপুর উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন ও তার অনুসারীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম ঘোষণা করেছেন তিনি। এবার মনোনয়নে বড় ধরনের পরিবর্তন এসেছে। বেশ কিছু এমপি বাদ পড়েছেন।
এর মধ্যে রাজশাহীর ছয়টি আসনের মধ্যে তিনজন এমপি এবার বাদ পড়েছেন মনোনয়নে। বাদ পরেছেন রাজশাহী-৫ আসনের এমপি প্রফেসর ডা. মোঃ মনসুর রহমান। তার স্থানে মনোনয়ন পেয়েছেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।
গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে রাজশাহীর ছয়টি আসন থেকে ৪৭ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। এর মধ্যে রাজশাহী-৫ আসনে ১১ জন মনোনয়ন ফরম উত্তোলন করেন।