বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ভোট চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র ছেলে সাদমান শাহরিয়ার। শনিবার (২৩ ডিসেম্বর) বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন তিনি। এছাড়া তিনি বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণা সভায় যোগ দেন।
সভায় তিনি বলেন, আমি গত বছর বিদেশ থেকে দেশে এসেছি। ১৫ বছর ধরে আমার বাবা আপনাদের সাথে আছেন। সুখে-দুঃখে সব সময় পাশে পেয়েছেন। আমার বাবা আপনাদের এলাকায় যে উন্নয়ন করেছেন, তা আপনারা জানেন। তাই আমার আহবান বাবাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নৌকায় ভোট প্রার্থনার পাশাপাশি ছেলের জন্য সবার কাছে দোয়া চান।