আমানুল হক আমান, বাঘা (রাজশাহী):
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে মনোনয়ন পেতে আওয়ামী লীগের চার নেতা এখন ঢাকায় অবস্থান করছেন। তারা নিজ নিজ সমর্থকদের নিয়ে ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে মনোনয়নের ব্যাপারে তদবির শুরু করেছেন। শুক্রবার (১৭ নভম্বের) দলীয় কার্যালয় থেকে কেউ কেউ মনোনয়ন ফরম কিনেছেন বলে সূত্রে জানা যায়। এই চার নেতার মধ্যেকে পাচ্ছেন দলীয় মনোনয়ন। এ নিয়ে চলছে এলাকায় চুলচেরা বিশ্লেষণ। তবে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মনোনয়ন নিশ্চিত বলে স্থানীয় নেতাকর্মীরা দাবি করছেন। তবে অন্যরাও মনোনয়নের ব্যাপারে আশাবাদি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীর নিজ নিজ সমর্থক নিয়ে এলাকায় আনন্দ মিছিল করছেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বর্তমান-সংসদ-সদস্য ও পররাষ্ট্র-প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, চারঘাট উপজেলা আ’ লীগের সাবেক-সাধারণ-সম্পাদক ও সাবেক-সংসদ-সদস্য রায়হানুল-হক-রায়হান, বাঘা উপজেলা পরিষদের-চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের-যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌর মেয়র ও জেলা আ’লীগের সদস্য আক্কাছ আলী।
এ বিষয়ে রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুল হক রায়হান বলেন, মনোনয়ন ফরম দলীয় কার্যালয় থেকে উত্তোলন করেছি। আমি আ’লীগের তৃণমূলের রাজনীতির সাথে যুক্ত। সেদিক থেকে আমি দলের মনোনয়ন পেতে আশাবাদি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, আমার বড় পরিচয় আমি আ’ লীগের একজন কর্মী। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যারা নিজেদের তৃণমূলের নেতা দাবি করেন, তাদের চেয়েও অনেক বেশি পোড় খাওয়া নেতারা আমার সঙ্গে আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন।
তিনি বলেন, আমি এই আসন থেকে তিন বারের নির্বাচিত সংসদ সদস্য। গত পাঁচ বছর এমপি ও ১০ বছর ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি। আমার আমলে রাস্তাঘাটসহ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। বাঘা-চারঘাটের রাজনীতি অনেক বেশি ঐক্যবদ্ধ। তৃণমূলের সব নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন। মনোনয়ন পাবার ব্যাপারে শতভাগ আশাবাদী। তারপরও প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দিবেন তারপক্ষেই কাজ করবো।
বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।