মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জাতীয় পার্টির লাঙ্গলের মনোনিত প্রার্থী সামসুদ্দিন রিন্টু প্রার্থীতা প্রত্যাহার করে নৌকাকে সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১২টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নৌকার নির্বাচনি জনসভায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে নিয়েমঞ্চে দাঁড়িয়ে এ সমর্থন জানান তিনি ।
এ সময় রাজশাহী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লাঙ্গলের প্রার্থী সামসুদ্দিন রিন্টু বলেন, নৌকার প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে যারা ২০০৮ সালে এনেছিলেন, তারা আজকে নৌকার সাথে নেই। শাহরিয়ার আলম একজন সোনা, সোনা কখনো চাঁদি হয় না। বাঘা-চারঘাটের উন্নয়ন যেন থেমে না যায়। তাই উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করতে আহ্বান জানান।
তিনি আরও বলেন, আমি জাতীয় পার্টি থেকে লাঙ্গলের মনোনয়ন নিয়ে গত উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেছিলাম। শাহরিয়ার আলম আমাকে ফোন করে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে বলেন। আমি তার কথা রেখেছি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ নৌকাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়ে নৌকাকে সমর্থন জানালাম।
জনসভায় নৌকার প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, আমি ১৮ ডিসেম্বর থেকে প্রচারণা শুরু করেছি। প্রতিদিন পায়ে হেঁটে বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের সাথে হাতে হাত মিলিয়ে ভোট প্রার্থনা করার সময়ে মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি, তারা আমাকে চতুর্থবারের মতো ভোট দিয়ে বিজয়ী করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমার ১৫ বছরের উন্নয়ন দেখে এলাকার জনগণ ৭ জানুয়ারি নৌকায় ভোট দেয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। নৌকার বিরোধিতা করে আওয়ামী লীগ নেতা দাবি করার সুযোগ কাউকে দেয়া যাবে না। আপনারা সাবধান, নৌকার বিরোধীকারিদের থেকে দূরে থাকতে হবে। আমার বিরুদ্ধে কোনো অনিয়ম-দুর্নীতির অভিযোগ নেই। ১৫ বছর আমি স্বচ্ছতার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাঁর প্রতিনিধি হিসেবে দেশকে উন্নত রাষ্ট্রে এগিয়ে নিতে সহায়তা করেছি। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আমার ও নৌকার বিরুদ্ধে বিরোধিতা করা হয়েছিল। তারা কোনো সফলতা পায়নি। আপনারা পুনরায় নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন। আগামীতে সর্ব প্রথম উন্নয়নের রোল মডেল হিসেবে বাঘা ও চারঘাট উপজেলাকে স্মার্ট হিসেবে গড়ে তোলার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আবিদা সুলতানা মিতা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, জেলা যুবলীগের সাবেক সভাপতি সালেহ আহমেদ, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহাবুল আলম প্রমুখ।