রাজশাহী-৬ আসন : জুমার নামাজ শেষে নৌকায় ভোট চাইলেন শাহরিয়ার আলম

আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ৪:৩৬ অপরাহ্ণ


বাঘা (রাজশাহ) প্রতিনিধি :


জুমার নামাজ শেষে করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা কররেন রাজশাহী-৬ আসনের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। শুক্রবার (২২ ডিসেম্বর) বাঘা শাহী মসজিদে জুমার নামাজ পর তিনি নুরোধ জানান। এরপর তিনি বাঘা পৌর এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ভোটারদের কাছে ভোট চান।

এ সময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম, বাঘা পৌর আ’লীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকার সাধারণ সম্পাদক মামুন হোসেন, বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু প্রমুখ।

এছাড়া এ আসনে প্রার্থী আছেন, জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল), এনপিপি’র মহসিন আলী (আম), বিএনএম’র আবদুস সামাদ (নোঙ্গর), জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) জুলফিকার মান্নান জামী (মশাল), সাবেক সংসদ-সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান (কাঁচি) প্রতীক নিজ নিজ সমর্থকদের নিয়ে ভোট চাইছেন। #

এ বিভাগের অন্যান্য সংবাদ