রাজশাহী-৬ আসন : নৌকার নির্বাচনী অফিসে আগুন ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পিটিয়ে জখম

আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ৪:২১ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


বাঘায় অস্থায়ী নৌকার নির্বাচনী অফিস পুড়িয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে বাউসা ইউনিয়নের ১ নম্বর দিঘা ওয়ার্ডের নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। তবে কে বা কারা এ পুড়িয়ে দিয়েছে, তা কেউ বলতে পারছে না।

এ বিষয়ে ১ নম্বর দিঘা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ১১টা পর্যন্ত কয়েকজন কর্মী অফিসে বসেছিল। ভোর ৪টার দিকে বাজার পাহারাদার মাসুদ আলী খবর দেয় অফিস পুড়িয়ে দেয়া হয়েছে।

ঘটনা থানাকে অবগত করলে ভোর ৫ টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। এ বিষয়ে নৌকার প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে অবগত করেছি।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিব।

এ বিভাগের অন্যান্য সংবাদ