রাজশাহী-৬ আসন নৌকার প্রচারে ৩৪ প্রিসাইডিং অফিসারের নামে অভিযোগ

আপডেট: জানুয়ারি ৫, ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নৌকার প্রচারে ৩৪ প্রিসাইডিং অফিসারের নামে অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজশাহীর জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এরমধ্যে বাঘা উপজেলার ১৮ জন ও চারঘাট উপজেলায় ১৬ জনের নামে এ অভিযোগ উত্থাপিত হয়েছে।

অভিযুক্ত প্রিসাইডিং অফিসাররা হলেন, রাওথা কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সারদা কলেজের প্রভাষক রেজা হাসান ও প্রভাষক আতিকুল ইসলাম, চারঘাট মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক এখলাক হোসেন লাভলু, নন্দনগাছি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম, চারঘাট এমএ হাদি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, ইউসুফপুর কলেজের সহকারী অধ্যাপক কাজী হিরন আলী, শলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, চারঘাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম, সরদহ সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাইদুর রহমান, রাওথা কলেজের প্রভাষক রেজাউল হক মোল্লা, চারঘাট মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, চারঘাট মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, নন্দগাছি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, সরদহ কলেজের সহকারী অধ্যাপক একরামুল হক, ডাকরা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলতাব হোসেন, মীরগঞ্জ কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, শাহদৌলা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আহমেদ বেল্লাল, আবদুল গনি কলেজের প্রভাষক মহিউল হাসান, আড়ানী ফুলমননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আবদুল গনি কলেজের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম, দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক নুরোল ইসলাম, আড়ানী ডিগ্রি কলেজের শিক্ষক লিটন উদ্দিন, আবদুল গনি কলেজের শিক্ষক নুরুজ্জামান, বাঘা হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক জামাল উদ্দিন, শাহদৌলা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষত শরিফুল ইসলাম, শাহদৌলা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক রেজাউল করিম, মোহজার হোসেন ডিগ্রি কলেজের শিক্ষক সিদ্দিক আলী, শাহদৌলা ডিগ্রি কলেজের শিক্ষক লিলন আলী, সরেরহাট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক প্রভাষক বাবর আলী, অমরপুর ধন্দহ হাই স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম, কেশবপুর উচ্চ ও কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে মীরগঞ্জ কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ বলেন, ‘আমি আওয়ামী লীগের সমর্থক। আগে নৌকার পক্ষে প্রচার-প্রচারণা অংশ নিয়েছি। তবে বুঝতে পেরে আর অংশ গ্রহণে যাইনি।
স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হানের প্রধান নির্বাচনি এজেন্ট মেরাজুল ইসলাম বলেন, প্রিসাইডিং কর্মকর্তারা সরাসরি নৌকার প্রার্থীর প্রচারণায় অংশ নেয়ায় তাদের নামে অভিযোগ করেছি।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, প্রশিক্ষণ গ্রহণকারী কোনো প্রিসাইডিং কর্মকর্তা কোনো প্রার্থীর পক্ষে অংশগ্রহণ করে থাকলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ