শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
লুৎফর রহমান, তানোর
রাজশাহীর তানোরে রাস্তার দুই পাশের মরা গাছগুলো এখন চাস্তায় চলাচলকারীদের মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার দুই ধারে মরা গাছগুলো এমনভাবে হেলে রয়েছে যেগুলো পড়ে যেকোন সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। অনতিবিলম্বে মরা গাছগুলো টেন্ডার আহ্বান করে কেটে ফেলে পথচারিদের যাতায়াতের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন এলকাবাসী।
সরেজমিনে উপজেলার বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে, তানোর উপজেলা থেকে চৌবাড়িয়া, তালন্দ থেকে কলমা বিল্লি ও থানার মোড় থেকে মুন্ডুমালা আমনুরা পর্যন্ত প্রায় ২২ হাজার বিভিন্ন মরা গাছ শুধু ঠাট হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কর্তৃপক্ষের কোনো নজর নেই। অনেকে রাতের আধারে ভটভটি করে গাছগুলো কেটে বিক্রিও করছেন। আবার কেউ ক্ষমতা দেখিয়ে দিন ও রাতে গাছগুলো কেটে সাবাড় করে ফেলছেন। এক্ষেত্রে সরকারে কয়েক কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এদিকে প্রতিদিনের জন্য হাজার হাজার মানুষ এসব রাস্তা দিয়ে চলাচল করছেন। যেকোন সময় মরা গাছগুলো ভেঙে রাস্তায় চলাচলকারীদের মানুষের উপর পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এলাকাবাসী জানিয়েছেন, এইসব মরা গাছগুলো সরকার টেন্ডার বা কর্তৃপক্ষ নিজে উদ্দ্যোগ নিলে সরকার অনেক রাজস্ব পাবে। গাছগুলো কেটে নিলে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে বলেও জানান তারা।
তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী শরিফুর ইসলাম জানান, রাস্তার দুইপার্শ্বে মরা গাছগুলোর বিষয়ে আইনি জটিলতার জন্য টেন্ডার দেয়া যাচ্ছে না। তবে দ্রুত কৃর্তপক্ষের সঙ্গে যোগাযোগ করে টেন্ডারের ব্যবস্থা করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকাত আলী জানান, এইসব গাছের মালিক বিএমডিএ ও সড়ক জনপদ বিভাগ। তবে আমি নিজ উদ্দ্যোগে ডিসি স্যারের সঙ্গে মাসিক মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করবো বলে জানান তিনি।