রাজীবকে বাঁচাতেই বফর্স তদন্ত বন্ধ করেছিল সুইডেন! দাবি সিআইএ-র

আপডেট: জানুয়ারি ২৭, ২০১৭, ১২:০৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



রাজীব গাঁধীকে ঝামেলা থেকে বাঁচাতেই নাকি বফর্স কেলেঙ্কারি নিয়ে তদন্ত বন্ধ করে দেয় সুইডিস সরকার। সদ্য প্রকাশিত নথিতে এমনই দাবি করেছে সেন্ট্রাল ইন্টালিজেন্স অথরিটি (সিআইএ)। ১৯৮৮ সালে নথিটি তৈরি হয়েছিল। এত দিন পরে তা প্রকাশ্যে এল। যদিও ২০০৪-এ দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, বফর্স কেলেঙ্কারির সঙ্গে রাজীব গাঁধীর যোগাযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি।
বফর্স সুইডেনের অস্ত্র নির্মাণ সংস্থা। ৮০-র দশকে বফর্সের থেকে হাউৎজার কামান কেনে ভারতীয় সেনা। অভিযোগ ওঠে এই অস্ত্র বিক্রি করতে বিপুল অর্থ ঘুষ দিয়েছে সংস্থাটি। নানা রাজনৈতিক নেতা, মধ্যসত্ত্বভোগীর নাম ওঠে। এমনকী জড়িয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর নামও।
সিআইএ-র প্রকাশিত নথিতে দেখা যাচ্ছে, সুইস সরকার বফর্স সংস্থার অডিট করায়। দেখা যায় ১৫০ কোটি ডলারে সুইস সংস্থাটি ভারতকে কামানগুলি বিক্রি করেছে। দেখা যায় চার কোটি ডলার ঘুষ হিসেবে খরচ করেছে বফর্স। সুইডিস আইন অনুসারে তা বেআইনি। জুন ১৯৮৭-এর মধ্যেই অডিটের কাজ শেষ হয়ে গিয়েছিল। এই অডিটের উপরে ভিত্তি করে তদন্ত শুরু করে সুইস পুলিশ। কিন্তু তার পরে আর তদন্ত এগোয়নি। ১৯৮৮ সালের জানুয়ারিতেই তদন্ত বন্ধ করে দেওয়া হয়। কারণ হিসেবে দেখানো হয় সুইস ব্যাঙ্ক থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি।
কিন্তু সিআইএ-র নথি বলছে, ১৯৮৮তেই সুইডেন সফরে গিয়েছিলেন রাজীব গাঁধী। এবং সিআইএ-র অনুমান, রাজীব গাঁধীকে ঝামেলা থেকে বাঁচাতেই এই তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল।- আনন্দবাজার পত্রিকা