রাণীনগরে আনসার ও ভিডিপি ক্লাব ঘরের উদ্বোধন

আপডেট: নভেম্বর ২, ২০২৪, ৯:০২ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি


নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে আনসার ও ভিডিপি ক্লাব ঘরের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার সিরাজুল ইসলামের জন্মভূমি ভান্ডারা গ্রামে তার নিজস্ব জায়গা থেকে দেয়া তিন শতক জায়গার উপর আনুষ্ঠানিকভাবে এই ক্লাব ঘরের উদ্বোধন করা হয়। এলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কমান্ডার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাব ঘরের উদ্বোধন করেন কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড: আব্দুল খালেক।

এ সময় অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছোলাইমান মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহিদ নেওয়াজ, যুগ্ন আহ্বায়ক ও রাণীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, কৃষক দলের নেতা আলমগীর হোসেন, কালীগ্রাম ইউনিয়ন ভিডিপি কমান্ডার নেফার উদ্দীন ও দলনেত্রী হোসনে আরা বানুসহ ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ