রাণীনগরে আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট: নভেম্বর ২৪, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি:


নওগাঁর রাণীনগরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্ধারিত জায়গায় গড়ে তোলা বাগানের আড়াই শতাধিক আমগাছ কেটে ফেলার অভিযোগ ওঠেছে। শুক্রবার (২২ নভেম্বর) রাতের কোন এক সময় কতিপয় দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। শনিবার (২৩ নভেম্বর) থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবস্থাপক জসিম উদ্দীন জানান, উপজেলা সদর সংলগ্ন চকমনু এলাকায় প্রায় ৬৪শতাংশ জায়গা ক্রয় করে প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়। সেখানে প্রায় দুই বছর আগে ২৮০টির মতো আম গাছ রোপন করে বাগান গড়ে তোলা হয়েছিল। শুক্রবার রাতে কে বা কারা বাগানে প্রবেশ করে আড়াই শতাধীক আম গাছগুলো কেটে ফেলেছে।

এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ভাবে আমাদেও কারো সাথে কোন বিরোধ নেই তার পরেও কে বা কারা গাছগুলো কেটে ফেলেছে। কোন চাহিদা কিংবা কোন দাবী থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তা পূরণের চেস্টা করতাম কিন্তু গাছের সঙ্গে এমন নির্মম শত্রুতা আমাদের সকলের ক্ষতি অপূরনীয় ক্ষতি সাধন করেছে। আমি দ্রুত এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবী জানাচ্ছি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গাছ কেটে ফেলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।