রাণীনগরে ওপেন হাউজ ডে পালিত

আপডেট: অক্টোবর ২১, ২০১৬, ১১:৩৮ অপরাহ্ণ

রাণীনগর প্রতিনিধি
নওগাঁর রাণীনগর উপজেলার ৮ নম্বর মিরাট ইউনিয়নে পুলিশিং কমিউনিটির উদ্দ্যোগে ওপেন হাউজ ডে ও কমিউনিটিং পুলিশিং এর মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ রাশেদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন মিরাট ইউপি চেয়ারম্যান রফিকুল আলম, মিরাট ইউপি আ’লীগের সভাপতি রনজিত শাহা, আসাদুজ্জামান তোতা প্রমুখ।