রাণীনগরে কৃষি উপকরণ বিতরণ

আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৪, ১:০৫ অপরাহ্ণ


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


নওগাঁর রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই ও গ্রীষ্মকালীন পিঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। উপজেলা কৃষি অফিসার ফারজানা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।

কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৪০জন কৃষকের মাঝে মাসকলাই চাষের ক্ষেত্রে প্রতিজন কৃষককে ৫কেজি বীজ, এমওপি সার ৫কেজি, ও ডিএপি সার ১০কেজি করে বিতরণ করা হয়।

এছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ২০০জন কৃষকের মাঝে প্রতিজন কৃষককে ১কেজি বীজ, এমওপি সার ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি, বালাইনাশক ও পলি নেট বিতরণ করা হয়। যত্ন সহকারে সরকারের প্রদান করা এই উপকরণগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করে মাসকালাই ও পেয়াজের উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের আহ্বান জানান প্রধান অতিথি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ