সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
রাণীনগর প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে উত্তর রাজাপুর যুব সংঘের আয়োজনে মরহুম আফতাব হোসেন চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে রাণীনগর শের এ বাংলা মহাবিদ্যালয় মাঠে উত্তর রাজাপুর ক্রিকেট একাদশ বনাম স্বর্গীয় কালিপদ বোস স্মৃতি সংসদের মধ্যকার ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২৭ রানে কালিপদ বোস স্মৃতি সংসদকে পরাজিত করে উত্তর রাজাপুর ক্রিকেট একাদশ বিজয়ী হয়। খেলা শেষে যুব সংঘের সভাপতি আল কারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ১নম্বর খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান পিন্টু। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, আহসান হাবিব স্বপন, নাজিম উদ্দিন, যুব সংঘের তরুন নেতা নওশাদ প্রমুখ।