রাণীনগরে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ

আপডেট: জানুয়ারি ১৪, ২০২৫, ২:৫৬ অপরাহ্ণ


নওগাঁ প্রতিনিধি:


সারা দেশের মতো নওগাঁর রাণীনগরেও চলছি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। দেশের নিম্ম ও মধ্যম আয়ের মানুষদের কাছে নিত্য প্রয়োজনীয় কিছু জরুরী পণ্য স্বল্প মূল্যে পৌছে দিচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম আরো স্বচ্ছ করতে সরকারের পক্ষ থেকে সুবিধাভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি।

এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের সদস্য গোলাম মোস্তফা, শুকুর আলী, সাইফুল ইসলাম, অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা। সদর ইউনিয়নে মোট ১৫শত ১৯জন সুবিধাভোগীরা টিসিবির স্মার্ট কার্ড পাচ্ছেন। আগামী শনিবার বাদ পড়া সুবিধাভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হবে।

এসময় কার্ড গ্রহণের জন্য বিভিন্ন শ্রেণিপেশার সুবিধাভোগীরা পরিষদ প্রাঙ্গনে ভিড় করেন। তারা দাবী জানান যে আগামীতে যেন এই কার্ডের মাধ্যমে আরো কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য স্বল্প মূল্যে প্রদান করা হয়। এতে করে উর্দ্ধগতির এই বাজার দরে হিশশিম খাওয়া নিম্ম ও স্বল্প আয়ের মানুষরা কিছুটা হলেও স্বস্তি পাবে।

 

Exit mobile version