রাণীনগরে ট্রাক্টরের চাপায় টমটমের যাত্রী কৃষক মকবুল নিহত

আপডেট: জানুয়ারি ৪, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ


নওগাঁ প্রতিনিধি:


জেলার রাণীনগরে ট্রাক্টরের ধাক্কায় টমটম যাত্রী মকবুল প্রামানিক (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার রেলগেট-বড়বড়িয়া সড়কের ঝালঘরিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মকবুল প্রামানিক উপজেলার বড়বড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত বাদলা গ্রামানিকের ছেলে।

জানা গেছে, বুধবার বিকালে কাঁচি ধার দেয়ার জন্য বাড়ি থেকে রাণীনগর বাজারে যান মকবুল প্রামানিক। কাঁচি ধার দেয়া হলে বাজারে কাজ শেষে সন্ধ্যায় অটোটমটম যোগে বাড়ি ফিরছিলেন। ঝালঘরিয়া এলাকায় পৌঁছালে সামনে দিক থেকে আসা একটি ট্রাক্টর টমটমকে ধাক্কা দিলে টমটম দুমড়েমুচড়ে যায়।

এতে যাত্রী মকবুল মারাত্মক আহত। এ সময় পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাণীনগর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান কৃষক মকবুল।
থানার ওসি আবু ওবায়েদ বলেন, চালক ট্রাক্টরটি নিয়ে পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।