রাণীনগরে ডাকাতির ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

আপডেট: জানুয়ারি ৩১, ২০১৭, ১২:১০ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি


নওগাঁর রাণীনগরের ভেবরা গ্রামে বাবলু সরদারের বাড়িতে ডাকাতির ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় সাবেক ইউপি সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভেবরা গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে ও কালিগ্রাম ইউপির সাবেক সদস্য শাহীন আলম শাহীন (৪০), আবাদপুকুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে খোকন মোল্ল্যা (৩৫), ভেবরা গ্রামের নুর মোহাম্মদের ছেলে শামিম হোসেন (৩৮), রহিম উদ্দিন সরদারের ছেলে সুলতান আহমেদ (৪৫), শুকবর আলী মন্ডলের ছেলে সেকেন্দার আলী (৪৭) ও ধনতলা গ্রামের আফজাল হোসেনের ছেলে আবদুল মমিন (২০)।
উপজেলার কালীগ্রাম ইউপি’র ভেবরা গ্রামে সোলেমান সরদারের ছেলে বাবলু সরদারের বাড়িতে গত শনিবার রাত আনুমানিক ১টার দিকে প্রায় ১৮-২০ জনের সশস্ত্র ডাকাত দল দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর গেটের তালা কেটে বাড়ির সকল সদস্যকে মারপিট করে পাশের ঘরে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে রেখে নগদ ১ লাখ টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও পরনের একটি জাকেটসহ মোট প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তাদের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এলে ২টি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় রোববার রাতে রানীনগর থানার এসআই সফিকুর রহমান অভিযান চালিয়ে ডাকাতর ঘটনায় জড়িত সন্দেহে ওই ৬ জনকে গ্রেফতার করেন।