মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাণীনগর প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে গতকাল মঙ্গলবার উপজেলায় চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বোরোধান প্রদর্শনী কৃষকদের নিয়ে দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে উপজেলা কৃষি অধিদফতরের প্রশিক্ষণ সেন্টারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদফতরের উপপরিচালক সত্যব্রত সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মো. মাসুদুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. মো. আব্দুল আজিজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কুমার সাহা প্রমুখ।