রাণীনগরে নবাগত ইউএনও’র মতবিনিময়

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি


নওগাঁর রাণীনগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান একাধিক সভার মাধ্যমে মতবিনিময় করেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সভা এবং উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও।

মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, সুধী সমাজের সদস্য ও সংবাদকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে ইউএনও সেই সদস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। বিশেষ করে উপজেলার মাদকের বিস্তার, বাল্য বিয়ে, অবৈধ ভাবে কৃষি জমিতে অপরিকল্পিত ভাবে পুকুর খনন ও মাটি পরিবহন প্রতিরোধে করনীয় বিষয়ে উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার প্রতি সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি অনুরোধ জানান।

সভায় কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সরকারের প্রদেয় নিয়মানুসারে ভাষা দিবসের সকল কর্মসূচি পালনের প্রতি স্ব স্ব দপ্তর প্রধানদের নিদের্শনা প্রদান করেন ইউএনও।

পরে উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। তিনি ঐতিহ্যে ভরা রাণীনগর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে বিনির্মাণ করতে সংবাদকর্মীদের কাছ থেকে সকল ধরণের পরামর্শ, পরিকল্পনা ও গঠনমূলক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেন। নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে সংবাদকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের একযোগে কাজ করার কোন বিকল্প নেই বলে উল্লেখ করে নবাগত ইউএনও বলেন তিনি এই উপজেলাবাসীর একজন সেবকমাত্র। তিনি সরকারের একজন ক্ষুদ্র প্রতিনিধি হিসেবে এই উপজেলায় নিযুক্ত হয়েছেন।

কোন পদ্ধতিতে সেবা দিলে উপজেলাবাসী আরো উপকৃত হবেন, কোন কোন অবকাঠামোগত কাজ করলে উপজেলা আরো সমৃদ্ধশালী হবে, কিভাবে উপজেলার প্রতিটি সেবাগ্রহিতারা সকল দপ্তর থেকে হয়রানী ছাড়াই সেবা পাবেন ইত্যাদি বিষয়ে উপজেলা প্রশাসনকে সব সময় তথ্য ও পরামর্শ প্রদান করার প্রতি আহ্বান জানান। সবারই একটাই উদ্দেশ্য রাণীনগর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে বিনির্মাণ করার।

তাই নেগেটিভ নয় সকল কিছুকে পজেটিভ হিসেবে গ্রহণ করে নিজেদের লেখনির মাধ্যমে উপজেলাবাসীসহ পুরো দেশের জনগনের সেবা করার অঙ্গিকার ব্যক্ত করা হয়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ