শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাণীনগর প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পারইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দিনব্যাপী একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে মায়েদের বিভিন্ন মেয়াদের দীর্ঘ ও স্বল্পদীর্ঘ পদ্ধতি গ্রহণ, উপকারিতা ও সচেতনতামূলক বিষয়ে আলোচনা করা হয়।
এই ক্যাম্পে ওই এলাকার ৩৩ জন দম্পতিকে ইমপ্লান্ট (তিন বছর মেয়াদী) সেবা ও একজন দম্পতিকে আইইউডি (১০ বছর মেয়াদী) সেবা প্রদান করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে প্রতি মাসে উপজেলার চারটি ইউনিয়নে অনুষ্ঠিত এই ক্যাম্পের মাধ্যমে আগ্রহী দম্পতিদের জন্মবিরতীকরণ এই সেবাগুলো প্রদান করা হচ্ছে। বর্তমানে এই উপজেলায় পরিবার পরিকল্পনা ব্যবহার কারীদের হার শতকরা ৭৮ ভাগ।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দিনব্যাপী এই ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক ড. কস্তুরী আমিনা কুইন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম জাহাঙ্গির। ক্যাম্পটি পরিচালনা করেন মেডিকেল কর্মকর্তা (এমসিএইচ) ডা. মামুনাল হক।