রাণীনগরে পুকরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধন

আপডেট: জানুয়ারি ৩১, ২০১৭, ২:০৭ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি


নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামে একটি পুকুরে রাতের আধারে বিষ প্রয়োগ করে দেশি মাগুর পোনা, কই ও বিভিন্ন প্রজাতির প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাতে মাছ নিধনের এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাণীনগর থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।
রানীনগর থানার এসআই শফিকুর রহমান জানান, পারইল গ্রামের মাছচাষি আনোয়ার হোসেনের পুকুরে রোববার রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। এ ঘটনায় ওই পুকুরের প্রায় দেড় লাখ দেশি মাগুর পোনাসহ কই ও বিভিন্ন প্রজাতির প্রায় ১০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠে। সকালে পুকুরে মরা মাছ ভেসে উঠতে দেখে আনোয়ার হোসেনের পরিবারের লোকজন থানায় অভিযোগ করেন। এ ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।