রাণীনগরে প্রকাশ্যে চেয়ারম্যান আ’লীগ নেতাকে পিটিয়েছে দুর্বৃত্তরা

আপডেট: আগস্ট ১৪, ২০১৭, ১২:৫২ পূর্বাহ্ণ

রাণীনগর প্রতিনিধি


নওগাঁর রাণীনগরে সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান পিন্টুকে প্রকাশ্যে দুর্বৃত্তরা পিটিয়ে গুরুত্বর জখম করেছে। গতকাল রোববার দুপুর ১২টায় উপজেলার বিজয়ের মোড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন পিন্টু উপজেলার সোনালী ব্যাংকের বাজার শাখায় লেনদেন শেষে ফেরার পথে বিজয়ের মোড়ে কয়েকজন দুর্বৃত্ত দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে পিন্টুর শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখমের সৃষ্টি হয়। ঘটনার পর পিন্টুকে উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।
এবিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলাকারী দুর্বৃত্তদের আটক করার জোর চেষ্টা চালানো হচ্ছে এবং বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ