রাণীনগরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি:


নওগাঁর রাণীনগরে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মূল শুমারির তথ্যসংগ্রহকারী এবং সুপারভাইজারগনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পল্লী উন্নয়ন একাডেমীর মিলনায়তনে উপজেলার সদর ও কাশিমপুর ইউনিয়নের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

এদিন বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হওয়া চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ। প্রশিক্ষণে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাকিল কাজী প্রশিক্ষণ প্রদান করছেন।

এসময় প্রশিক্ষণার্থীদের হাতে ব্যাগ, পরিচয়পত্রসহ বিভিন্ন উপকরণ তুলে দেয়া হয়। আগামী ১০ডিসেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী অর্থনৈতিক শুমারি শেষ হবে ২৬ ডিসেম্বর। এসময় প্রধান অতিথি বলেন যে কোন শুমারিই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুমারির মাধ্যমে পাওয়া তথ্যের উপরই নির্ভর করে সরকার দেশের জন্য আগামীর অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প গ্রহণ করে।

তাই সরেজমিনে গিয়ে সঠিক তথ্য সংগ্রহ করে তা সরকারকে প্রদান করার প্রতি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান তিনি। একই ভাবে উপজেলার ঘোষগ্রাম উচ্চ বিদ্যালয় ও আবাদপুকুর মহাবিদ্যালয়েও অন্যান্য ইউনিয়নের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

Exit mobile version