রাণীনগরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

আপডেট: জুলাই ২৩, ২০১৭, ১২:৫৩ পূর্বাহ্ণ

রাণীনগর প্রতিনিধি


ফিতা কেটে রাণীনগরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ অতিথিবৃন্দ-সোনার দেশ

নওগাঁর রাণীনগরে ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সপ্তাব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ মেলা উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কুমার সাহা, বরেন্দ্র উন্নয়ন বহুমুখী অধিদফতরের সহকারী প্রকৌশলী তিতুমীর হোসন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ ও সপ্তাব্যাপী মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সপ্তাব্যাপী এই ফলদ বৃক্ষ মেলা চলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ