রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: মার্চ ২০, ২০২৪, ৩:০৭ অপরাহ্ণ

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


নওগাঁর রাণীনগরে অপরাজিতা প্রকল্পের ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে খান ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভায় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অপরাজিতা চন্দনা সারমিন রুমকি, প্যানেল চেয়ারম্যান আহসান হাবিব (স্বপন), প্রভাষক মতিউর রহমান স্বপন, রাজনৈতিক নেতা আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও গনমাধ্যমকর্মী, শিক্ষক, পরিষদের সকল সদস্য, নারী নেত্রী, কাজীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সভায় অংশগ্রহণ করে। সভায় সমাজের বিভিন্ন পর্যায়ে নারীরা কি কি সমস্যার সম্মুখিন হচ্ছেন, রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরো কিভাবে বৃদ্ধি করা যায়, পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে হলে আরো কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারেসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।